কেশবপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু'র সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফখরুল হক, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরিফুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, জাতীয় নাগরিক পার্টি কেশবপুরের মূখ্য সমন্বয়ক সম্রাট হোসেন, কেশবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেশবপুর উপজেলার সভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রমূখ।
উল্লেখ্য, কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় এবার ৯৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
কেকে/ আরআই