বান্দরবানের সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বান্দরবানের সুয়ালক ইউনিয়নে স্বামী জীবিত থাকা সত্বেও অনেকে বিধবা ভাতা পাচ্ছেন, অথচ প্রকৃত বিধবা ও দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন। একইভাবে বয়স্ক, ভিজিডি, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতা, দুগ্ধ ভাতা এবং সরকারি ঘর বরাদ্দেও রয়েছে নানা অনিয়ম।
বক্তারা আরও বলেন, ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা এবং ১ ও ২নং ওয়ার্ড মেম্বার আব্দুস ছবুর ও জসিম উদ্দীন তাঁদের পছন্দের ব্যক্তিদের সুবিধা দিয়েছেন, এমনকি টাকার বিনিময়ে ভাতা কার্ড বিক্রি করার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে যথাযত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
কেকে/ আরআই