বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
প্রিয় ক্যাম্পাস
যবিপ্রবি সাংবাদিক সমিতির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা সহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টম বর্ষে পর্দাপন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে কেককাটা ও গণমাধ্যমের সীমানা ও ফিফথ স্টেটের জগৎ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ।

যবিপ্রবি উপাচার্য বলেন, আমি মনে করি সাংবাদিকরা হলো সমাজের চোখ, রাষ্ট্রের চোখ। এই চোখ যখন সত্যের সাথে মেলবন্ধন করবে তখন সমাজ এবং রাষ্ট্রের দ্রুত উন্নয়ন দেখতে পাবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রকে এগিয়ে নিয়ে আমরা সাংবাদিকদের সহযোগিতা আশা করি। সাংবাদিকরা আমাদের দোষ-গুনগুলো সঠিকভাবে তুলে ধরবে তাহলে প্রশাসনের সকল কাজে স্বচ্ছতা থাকে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়তে। তরুণ সাংবাদিকরাই পারবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে।

মুখ্য আলোচকের বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশ আজ নেতৃত্ব সংকটে পিছিয়ে আছে। তরুণ প্রজন্ম সামনে না আসা পর্যন্ত দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ক্যাম্পাস সাংবাদিকদের বলতে চাই সংবাদ মানেই সত্য তথ্য। একটি ঘটনার কী, কোথায়, কিভাবে ঘটেছে—তার সঠিক উত্তরই সংবাদকে বিশ্বস্ত করে তোলে। তাই সাংবাদিকতার মূল শর্ত হলো সত্য যাচাই। এভাবেই সাংবাদিকতা ধাপে ধাপে উন্নত হয়ে আজকের ফিফথ স্টেট-এ পৌঁছেছে। বর্তমানে সাংবাদিকতার বড় অংশই সোশ্যাল মিডিয়া। তাই ক্যাম্পাস সাংবাদিকদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকা প্রয়োজন। এতে তোমাদের পরিচিতি বাড়বে, পাশাপাশি আয়ের সুযোগও তৈরি হবে। সাংবাদিকদের দেশের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সঠিক তথ্য সাহসের সঙ্গে তুলে ধরা সাংবাদিকের দায়িত্ব।

অনুষ্ঠানে যবিপ্রবিসাসের বিভিন্ন সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এতে দৈনিক রূপালী বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভির খন্দকারকে বর্ষসেরা প্রতিবেদক, দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমরান হোসাইনকে বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক ও রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলামকে বর্ষসেরা ফিচার লেখক ২০২৫ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া যবিপ্রবিসাসে যুক্ত হওয়া নবীন সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে যবিপ্রবিসাসের সভাপতি মো. ওয়াশিম আকরাম উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যবিপ্রবি সাংবাদিক সমিতি কারো বিপক্ষে নয় সাংবাদিক সমিতি সর্বদা অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে। অপকর্মকারীদের বিরুদ্ধে সবসময় যবিপ্রবিসাসের কলম চলবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রা ও গবেষণার সফলতা লেখনীর মাধ্যমে তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক এটিএম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের শিক্ষক, হল প্রভোস্ট, দপ্তর প্রধান ছাড়াও সাংবাদিক সমিতির সাবেক-বর্তমান সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   সাংবাদিক সমিতি   প্রতিষ্ঠাবার্ষিকী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জকসু নির্বাচনে কমিশনের পক্ষপাতের অভিযোগ শিবির–সমর্থিত প্যানেলের
ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close