ঈশ্বরদীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
শমিত জামান, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৯ পিএম

ছবি: প্রতিনিধি
ঈশ্বরদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রাম এ ঘটনা ঘটে।নিহতরা হলো- রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
স্থানীয় লোকজন জানান, বুধবার সকালে বাড়ির পেছনে পুকুর পাড়ে রাবেয়া ও আজিবুল খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাদের না পেয়ে পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের দুজনের মরদেহ পাওয়া যায়।
ঈশ্বরদী থানার এসআই জামাল হোসেন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা চলছে।
কেকে/এআর