সেবা করলে জনগণ আমাদের সাথে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
তিনি বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।’
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকাার সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে (উলাইল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে আইয়ুব খান এ কথা বলেন।
বৈঠকে তিনি আরও বলেন, ‘সারাদেশে বিএনপির যে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে, তাতে স্পষ্ট যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপির কোন বিকল্প নেই।’
তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান আইয়ুব খান।
সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, আব্বাস উদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আসাদুজ্জামান টিটু, শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ্জাক, মজিবর রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মুসলিমুর রহমান চন্দন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভুইয়া তানিম, সাবেক সহ-যোগাযোগ সম্পাদক মোহাম্মদ রাব্বিল, সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এসএম ফরিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য শাহজাহান, কামরুল ইসলাম, জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জহির।
কেকে/ এমএ