সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ বছর টঙ্গীবাড়ীতে ৫২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান, সাবেক আমির আব্দুল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতিশ চন্দ্র দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর, টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক রনি শেখ, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য বিমল পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি কেশব ঘোষ, সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ, ছাত্র প্রতিনিধি সিফাত আহমেদ আজিম।
সভায় আসন্ন দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
কেকে/ এমএ