সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
মো. আবু বকর সিদ্দিক , মোংলা (বাগেরহাট)
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৪ পিএম

সুন্দরবনের কচিখালী ডিমের চর সংলগ্ন নদী থেকে নিখোঁজ এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ওই পর্যটক নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। বিষয়টি টুরিস্ট জাহাজ কর্তৃপক্ষ দ্রুত কোস্ট গার্ডকে অবহিত করে। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালীর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
অবশেষে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। সোমবার দুপুরে (১৫ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার হওয়া মৃতদেহ মোংলা থানা পুলিশের উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
কেকে/এআর