নিখোঁজের এক দিন পর কুমিল্লা শহরতলীর পালপাড়া রেল লাইনের পাশ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধা ৭টায় জামশেদ ভূঁইয়া নামের ওই ব্যবসায়ীর মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৩সেপ্টেম্বর মাগরিবের নামাজ পড়তে গিয়ে তিনি নিখোঁজ হন। জামশেদ কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরীর সাবেক কমিশনার মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়তে বেরিয়ে জামশেদ আর বাসায় ফেরেননি। এ বিষয়ে জামশেদের ভাই থানায় একটি নিখোঁজের অভিযোগ করেছিল। অভিযোগের পরপরই আমরা অনুসন্ধান শুরু করি। আজ তার লাশ উদ্ধার করা হয়। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।
কেকে/ আরআই