কক্সবাজারের উখিয়ায় মাদকের বড় চালানসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি বাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার একটি টিম কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রাজাপালং ইউনিয়নের পায়রা বাস সার্ভিসের তাহেরা এন্টারপ্রাইজের গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ির চেসিসে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালুখালী এলাকার হাবিবুর রহমানের পুত্র মো. শফিকুর ইসলাম রুবেল ও মৃত. শামসুল আলমের পুত্র মো. নুরুল হাকিম।
এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এ ধরণের অভিযান নিয়মিত চলবে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।"
স্থানীয়দের মতে, পুলিশের এ ধরণের অভিযানে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।
কেকে/বি