ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৯ পিএম

ফাহিম মাতুব্বর
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম মাতুব্বর (১৯) নামে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় রাকিবুল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা উপজেলার বামনকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন তমা ফিলিং স্টেশনের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম মাতুব্বর উপজেলার তুজারপুর ইউনিয়নের উচাবাড়ি গ্রামের মালেক মাতুব্বরের ছেলে।
আহত রাকিবুল একই এলাকার ফজু শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা থেকে মালিগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় দ্রুত গতির ফাহিম মাতুব্বর চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ফাহিম মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন এবং রাকিবুল মারাত্মক আহত হন। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
কেকে/ এমএ