নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলার নোয়াখলা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান ফয়সালের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসআর সাকিল।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন চাটখিল উপজেলা যুবদল নেতা রিয়াজ উদ্দিন ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতা ফাহাদ হোসাইন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা কাজী মিজান ও ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম।
আতাউর রহমান ফয়সাল বলেন, ‘আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে দেশ ও জনগণের জন্য কল্যাণমুখী রাজনীতি করতে চাই। একজন স্বেচ্ছাসেবী হিসেবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার লক্ষ্যে ক্রীড়ামুখী ও মাদকমুক্ত সমাজ গড়া। এই লক্ষ্যে আমরা ক্যারিয়ার কাউন্সিলিং, ক্রীড়া সামগ্রী বিতরণ, মেডিকেল ক্যাম্পেইনসহ নানামুখী উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।’
কেকে/ এমএ