আক্কেলপুরে শিক্ষার্থীকে যৌন নির্যাতন, যুবক গ্রেফতার
আক্কেলপুর (জয়পুহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম

ছবি: প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি সরকারি বিদ্যালয়ের টয়লেটে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে আতিকুর রহমান ওরফে রুবেল (৩৫) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীভাটা গ্রামের নিজ বাড়ী থেকে রুবেলকে আটক করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে মধ্যেমে জেলহাজতে পাঠানোর হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।
গ্রেফতারকৃত আতিকুর রহমান ওরফে রুবেল আক্কেলপুর উপজেলার লক্ষ্মীভাটা গ্রামের মোজাহার আলী সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায় তৃতীয় শ্রেণির ছাত্রী (৭)। প্রাইভেট পড়ার সময় সে বিদ্যালয়ের বাথরুমে যায়। বাথরুম শেষ করে বের হওয়ার সময় আতিকুর রহমান রুবেল তাকে জোর করে ধরে আবারো বাথরুমের ভিতরে নিয়ে যায়। সেখানে যৌন নির্যাতন করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আতিকুর দৌড়ে পালিয়ে যায়। শিশুটি বাড়ি এসে ঘটনাটি তার মাকে জানায়। এরপর শিশুটির মা বিদ্যালয়ে গিয়ে ঘটনাটি প্রধান শিক্ষককে জানান। প্রধান শিক্ষক শিশুটির মাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। সন্ধ্যায় শিশুটির বাবা কাজ শেষে বাড়িতে ফিরলে তাকে ঘটনাটি জানানো হয়। এরপর গ্রামের লোকজন রাতেই অভিযুক্ত আতিকুর রহমান দেখতে পেয়ে আটকে রাখেন। এ নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দেয়। পরে ৯৯৯ কল করে থানা-পুলিশ ঘটনাটি জানানো হয়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ আতিকুর রহমানকে আটক করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘৯৯৯ কল পেয়ে পুলিশ আসামিকে আটক করা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
কেকে/ এমএ