সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শাখার দপ্তর থেকে পাঠানো নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার পাশাপাশি স্বশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘রোকনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত রোববার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বন্দরের ছাগলহাট এলাকায় আবুল হোসেনের বাড়ির সামনের সড়ক সংলগ্ন সরকারি জমির ৭টি গাছ শ্রমিক দিয়ে কাটছিলেন রোকন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে এবং কাটা অংশ জব্দ করেন।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, ‘গাছ কাটার একটি আবেদন জমা পড়েছিল। তবে যাচাই-বাছাইয়ের জন্য বনকর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এখনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ইউএনওর নির্দেশে পুলিশ গাছ কাটা বন্ধ করে ও জব্দ করেছে। পরবর্তী ব্যবস্থা ইউএনওর নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।’
অভিযুক্ত শফিকুল ইসলাম রোকন দাবি করেন, তিনি ভেবেছিলেন তার আত্মীয় আবেদন করে অনুমতি পেয়েছেন। সেই ধারণায় শ্রমিক দিয়ে গাছ কাটা হচ্ছিল। তবে, প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে।
কেকে/ এমএ