বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার সাভার পৌর যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালবাগ কবরস্থান ও বায়তুন নাজাত জামে মসজিদের আশপাশে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
এ সময় উপস্থিত ছিলেন তালবাগ কবরস্থান কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, সাভার পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদ, আব্বাস উদ্দিন পাপ্পু, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, আরিফুর রহমান, মোস্তফা সর্দার, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, নজরুল ইসলাম, আসাদুজ্জামান টিটু, ঢাকা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক, রাজ্জাকুর রহমান, ঢাকা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, কাজী মোসলেম উদ্দিন রহমান চন্দন।
কেকে/ এমএ