আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঈশ্বরদী থানা পুলিশ এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার।
উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর, পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল আল মামুদ, ঈশ্বরদী ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন, পাকশি ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম, রূপপুর ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার সাহা, ঈশ্বরদী উপজেলাব্যাপী পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ।
এবার ঈশ্বরদীতে ৩০টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কেকে/ এমএ