লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় বেলাল হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সড়েঅ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল উপজেলার ব্যাঙকান্দা এলাকার আব্দুল জব্বার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল হোসেন মোটরসাইকেলে করে সড়েঅ বাজার থেকে সরকারেরহাট বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।
কেকে/ আরআই