ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৩ জন রোগী চোখের আলো ফিরে পেয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ও ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ব্রিগে. জেনারেল (অব.) প্রফেসর ডা. সাইফুল ইসলাম বাদলের সার্বিক সহায়তায় প্রান্তিক পর্যায়ের দরিদ্র ও অসহায় ৪৩ জন চক্ষু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইফুল ইসলাম বাদল ফাউন্ডেশনের উদ্যোগে এসব চক্ষু রোগীর বিনামূল্যে যাতায়াত, খাওয়া, থাকা, অপারেশনসহ ঔষধ ও চশমা দেওয়া হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চক্ষু শিবিরে অসহায় চক্ষু রোগীদের বাছাই করে জটিল রোগীদের উন্নত চিকিৎসায় চোখ অপারেশন করেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বাসযোগে বাছাইকৃতদেরকে ঢাকা নেওয়া হয়। পরে গত সোমবার ও মঙ্গলবার দুই দিন ঢাকা দৃষ্টি আই হসপিটালে চোখের অপারেশন সম্পন্ন করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসা শেষে তাদেরকে স্ব-স্ব বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরা আন্ধারিয়াপাড়া গ্রামের জমশেদ আলী বলেন, ‘সাইফুল ইসলাম বাদল তার অর্থায়নে আমাদের চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমরা এখন আগের মতোই চোখে দেখতে পারছি। তার এ সহায়তায় আমরা চিরকৃতজ্ঞ।’
রোগী সূর্যবানু বলেন, ‘আমরা আগের মতো চোখে দেখতে পাচ্ছি। দোয়া করি ব্রিগেডিয়ার সাবকে আল্লাহ ভালো রাখুক।’
রোগীর আত্মীয় সাদ্দাম হোসেন বলেন, ‘চক্ষু রোগীরা চিকিৎসার সুযোগ পেয়ে তারা নতুন জীবন ফিরে পেয়েছেন। আগের মত দেখতে পেয়েছে।’
স্থানীয়রা বলেছেন, সাইফুল ইসলাম বাদলের মহানুভবতায় চোখের আলো হারানো প্রান্তিক মানুষের জন্য চিকিৎসায় অসহায়রা আশার আলো পেয়েছে।’
বিএনপির নেতা ইলিয়াস রব্বানি রিয়াজ বলেন, ‘বাছাইকৃত রোগীদের ছানি অপারেশন ও লেন্স লাগানো, চশমা দেওয়াসহ রোগীদের যাবতীয় খরচ দিয়েছেন সাইফুল ইসলাম বাদল।’
রোগীদের বিদায়কালে উপস্থিত ছিলেন সমাজ সেবক মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।
সাইফুল ইসলাম বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় প্রান্তিক মানুষের জন্য দ্বিতীয় বারের মত ৪৩ জন চোখের রোগী বিনামূল্যে চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। উপজেলাবাসীর জন্য চোখের অপারেশন অব্যাহত থাকবে।’
কেকে/ এমএ