বাগেরহাটের ফকিরহাটে সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ২ দিনের ‘কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লখপুর বাজারের জমজম মেডিকেল হলে এই কর্মসূচির উদ্বোধন করেন এসএমসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন এসএমসির বোর্ড পরিচালক ও সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ উদ্দিন নাসির।
ক্যাম্পে অতিথিরা ফার্মেসিতে আসা নারী-শিশুদের হাতে কৃমিনাশক ভারমিসিড ট্যাবলেট তুলে দেন।
অনুষ্ঠানে ফারুক আহমেদ বলেন, ‘শুধু সরকারের একার পক্ষে কৃমি প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। এসএমসি মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টি সচেতনতায় দীর্ঘদিন ধরে কাজ করছে, ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।’
তছলিম উদ্দিন খান বলেন, ‘কৃমির সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারী। তাদের পুষ্টি ঘাটতি ও রক্তস্বল্পতার ঝুঁকি বাড়ে, যা মাতৃ ও শিশু মৃত্যুহার বৃদ্ধিতে প্রভাব ফেলে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বিশ্বে এখনও ১৫০ কোটির বেশি মানুষ কৃমিতে আক্রান্ত। এসএমসির হেলথ নেটওয়ার্কের আওতায় দেশের প্রায় ১৮ হাজার সেবাদানকারী কাজ করছেন। তারা ভারমিসিডসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও পুষ্টি সামগ্রী পৌঁছে দিচ্ছেন মা-শিশু ও কিশোর-কিশোরীদের কাছে। এছাড়া ১৩৭টি উপজেলায় ৪ হাজার ক্ষুদ্র নারী উদ্যোক্তার মাধ্যমে উঠান বৈঠক ও বিদ্যালয় স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।’
কেকে/ এমএ