বান্দরবানের লামায় নব দিগন্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) কর্মসূচির প্রথম দিন লামা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তমিজ উদ্দিন, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আবু তৈয়ব, ক্রীড়া শিক্ষক সুলতান মাহমুদ এরশাদ, নব দিগন্ত যুব ফাউন্ডেশনের সভাপতি মো. আরমান হোসেন, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শরিফুল ইসলাম সোহেল, দপ্তর ও প্রচার সম্পাদক আব্রার হোসেন, সদস্য মোহাম্মদ আলভি ও আদনান হোসেন মিশকাত।
আরমান হোসেন বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে আমরা এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখব। সবুজ পার্বত্য চট্টগ্রাম গঠনে আমাদের ফাউন্ডেশন নিরলস প্রচেষ্টা চালাবে। বেকারত্ব দূরীকরণেও আপনাদের সহায়তা একান্ত কাম্য।’
তমিজ উদ্দিন ফাউন্ডেশনের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণের জন্য দোয়া ও উৎসাহ দেন।
কেকে/ এমএ