নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) মাদকবিরোধী অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান।
তিনি জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেষখোলা বিওপি'র ৬ সদস্যের বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১১৮৮/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ১নং বংশিকুন্ডা ইউনিয়নের বান্দ্রা এলাকায় পৌঁছে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অফিসার্স চয়েজ ব্র্যান্ডের ৩৬ বোতল মদ জব্দ করে।
তিনি আরো জানান, জব্দ করা মাদকদ্রব্য আইনানুযায়ী নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।
বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও জানান।
কেকে/বি