জামালপুরের বকশীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ তথা অগ্নিকাণ্ডে, নদীভাঙ্গনে, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ১০ জনকে ২ বান্ডিল করে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ৭ জনকে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা , ১জনকে ১ হাজার ৯০০ টাকা চিকিৎসা সহায়তা ও ২জনকে ৫০ হাজার করে প্রতিবন্ধী ঋণ দেওয়া হয়।
বিতরণকালে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসম উল হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছা. কণিকা খাতুন।
কেকে/এমএ