শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি ও মানুষের মাঝে দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে গারো পাহাড়ি এলাকার শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বনাঞ্চলের পার্শ্ববর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বন্যহাতি সংরক্ষণ সমন্বয় কমিটির আহ্বায়ক ফারজানা আক্তার ববি।
সভায় বক্তব্য দেন ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের সমশ্চুড়া বনবিট কর্মকর্তা মো. কাউছার হোসেন।
সভায় দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) দলের সদস্য ও বন বিভাগের বনকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বন্যহাতির প্রতি মানুষের সহনশীল আচরণ ও হাতি-মানুষের সহাবস্থানের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
কেকে/ এমএ