রংপুর মহানগরীর তাজহাট থানাধীন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে দর্শনা মোড় থেকে মডার্ণ মোড়গামী মহাসড়কের পশ্চিম পাশে শুটকির আড়ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন তাজহাট থানার এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হাসান মোল্লা, সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর রংপুর ক্যাম্পের একটি দল। এসময় শুটকির আড়তের প্রায় ১০০ গজ দক্ষিণে বাউন্ডারি ঘেরা একটি বাগানের ভেতর থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। তল্লাশি করে বস্তাগুলো থেকে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকাভুক্ত করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তাজহাট থানায় জিডি (নং-৩৬৯, তারিখ-০৯/০৯/২০২৫) এন্ট্রি করা হয়েছে।
অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেকে/ এমএস