নানা আয়োজনের মধ্যে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে আচরণবিধি লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে কেন্দ্রে ঢুকে পড়েছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান।
এই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সংবাদ মাধ্যমকে জানান, ‘প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’ এরপর মোস্তাক গাউসুল হক জগন্নাথ হলের ভোট কেন্দ্রে গিয়ে জানান, তিনি সেখানে যাওয়ার পর আর কাউকে দেখেননি। আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
এদিকে আবিদুল ইসলাম সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ডের ব্যবস্থা করেনি। যার ফলে মেয়েদের হলের ভোট কেন্দ্রে ঢুকতে পারছেন না তিনি। যদিও কিছুক্ষণ পর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কাছে শামসুন নাহার হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্রের সামনে তাকে দেখা যায়। সেখানে তাকে দেখে বেশ কিছু শিক্ষার্থী উষ্মা প্রকাশ করেন।
শুধু তিনিই নন, ছাত্রদল প্যানেলের লিফলেট বিলি করতে দেখা যায় একাধিক কর্মীকে। তাদের জিজ্ঞেস করতে জানা যায়, তারা এই লিফলেট বিলি করছেন, যেন ব্যালট নম্বর মনে রাখতে পারেন শিক্ষার্থীরা।
কেকে/ এমএস