জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফান্ডামেন্টালস অফ কোয়ালিটেটিভ রিসার্চ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, আমি যতদূর জানি এই কর্মশালার সম্পদ ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণকে অনুরোধ করছি আপনারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে রিসোর্স পার্সনের উত্তরের মধ্য দিয়ে কর্মশালাটি অংশগ্রহণমূলক করে ফলপ্রসূ করবেন। আমি আশা করি আপনারা এই কর্মশালার মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে মানসম্মত গবেষণা প্রবন্ধ তৈরি করে বিশ্বের বিভিন্ন খ্যাতিমান জার্নালে প্রকাশ করবেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
সামাজিক বিজ্ঞান অনুষরেদ ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন (সম্পদ ব্যক্তি ) হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।
কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকসহ অন্যান্য অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
কেকে/ আরআই