গোদাগাড়ীতে ৬০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম

ছবি: প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিলার শাহানুর আলম টিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার রিশিকুল ইউনিয়নের নোন্দাপুর মহালেন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী সার ডিলার শাহানুর আলম টিয়াকে বিনির্দেশ বহির্ভূত সার বিপণনের অভিযোগে এই জরিমানা করা হয়।
জব্দকৃত ৬০ বস্তা সার কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে বিক্রি করে বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রসিকিউশন দেন এবং কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র নিরাপত্তা সহযোগিতা করে।
কেকে/এমএ