কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় উপজেলার শিমুলবাড়ী এলাকায় এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ১০০ পিস ইয়াবাসহ রসুন শিমুলবাড়ী এলাকার নজরুল হকের ছেলে আবুল হোসেন (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীকে দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
কেকে/ এমএস