বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      
জাতীয়
‘জুলাই আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে কিন্তু আকাঙ্খা বাস্তবায়ন হয়নি’
নাজমুল হাসান, নাটোর
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৯ পিএম
উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : প্রতিনিধি

উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : প্রতিনিধি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফেরেস্তোর মতো একঝাঁক তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারাদেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন। জুলাইয়ের ৩৬দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু সকল আশা আকাঙ্খা বাস্তবায়ন হয়নি। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নাটোরের গাড়িখানায় জুলাই আন্দোলনে নিহতদের কবর জিয়ারত শেষে শহরের ভবানীগঞ্জে নির্মিত জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

আদিলুর রহমান খান বলেন, এখনো বিচার ও সংস্কারের কাজ বাকি আছে। বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলছে এবং তা দৃশ্যমান হয়ে উঠছে। সংস্কারও এগিয়ে নেয়া হচ্ছে। কিন্তু এরমধ্যে যে তৃতীয় কাজ নির্বাচন। সেই নির্বাচনেরও ঘোষণা এসেছে। অন্তবর্তিকালীন সরকার চেষ্টা করছে তাদের যে দায়িত্ব সঠিকভাবে পালন করতে। কারণ এটা শুধু সরকার নয়। একটা গণঅভ্যুত্থানের সরকার। তাই এই সরকার সকল অঙ্গিকার বাস্তবায়তে প্রতিজ্ঞাবদ্ধ।

এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আরো বলেন, যে মুক্তির লক্ষে দেশের তরুণরা আলো জ্বালিয়েছিলেন, সে আলোর দিকে নিয়ে যেতে এই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেজন্যই শহিদ পরিবারের সাথে একাত্বতা হওয়ার চেষ্টা বহাল রাখা হচ্ছে। ঢাকায় গণভবনে জুলাই যাদুঘরে সকল সংগ্রমের গাঁথা, ভয়াবহ স্মৃতি, সকল অন্যায়ের চিহ্নগুলো সংরক্ষণ করা হবে। 

সারাদেশে যে শহিদ স্মৃতিস্তম্ভ তা শুধু শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য নয়, জুলাই যাদুঘরও এর অংশ। সারাদেশে শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। জুলাই যোদ্ধারা সূর্যসন্তান। এই সূর্য সন্তানদের জাতি সারাজীবন মনে রাখবে। তবে পরাজিত ফ্যাসিবাদ, পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। ষড়যন্ত্রও চলমান রয়েছে। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসে, তাকে দমন করতে হয়। প্রতিহত করতে হয়। বাংলাদেশের তরুণ যুবক এবং জনগণ সেই ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে। ৫ আগষ্ট যে লক্ষ্যে এই দেশ ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।

জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্যরা।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  জুলাই   আন্দোলন   ফ্যাসিবাদ   আকাঙ্খা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সোনাইমুড়িতে পানির পাম্প চুরির করতে গিয়ে কিশোর নিহত
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব
চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close