গাজীপুরের টঙ্গীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীবাজার হাজী মাজার বস্তি এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এদেশের মানুষ বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রেখেছে। তাই তারেক রহমানকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মানুষ। আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে ৫৭ নম্বর ওয়ার্ড হাজী মাজার ইউনিট বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি।
গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম খান (কালা), টঙ্গী থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটু, গাজীপুর মহানগর যুবদল নেতা মো. শাহাবুদ্দিন প্রমুখ।
এর আগে, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে হাজী মাজার বস্তি এলাকায় গিয়ে শেষ হয়।
কেকে/ আরআই