নেত্রকোনায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান।
তিনি জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিজিবির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী এই অভিযান চালায়।
৩১ বিজিবির অধীন ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫২/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়। স্থানটি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের সোমেশ্বরী নদী সংলগ্ন এলাকা।
অভিযানে ভারতীয় রয়্যাল স্ট্যাগ মদ ২৪ বোতল, আইস ভদকা ২৪ বোতল ও ম্যাক ডোয়েলস মদ ১১ বোতল জব্দ করা হয়।
কামরুজ্জামান বলেন, ‘জব্দকৃত মদ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।’
কেকে/ এমএ