রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ৭৪ জন রোগী।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ১১ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকি ৪ জন পাবনা জেলার বাসিন্দা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানান, বর্তমানে চিকিৎসাধীন ৭৪ জন রোগীর মধ্যে রাজশাহী জেলার ৪৭ জন, পাবনার ১৭ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও জয়পুরহাটের ১ জন রয়েছেন।
তিনি আরও জানান, ‘চলতি অক্টোবর মাসে রামেক হাসপাতালে মোট ৩৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২০ জন।
দেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত রেকর্ড সংখ্যক ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬০০ জনেরও বেশি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ও স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
কেকে/ এমএ