গাজীপুরের টঙ্গীতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মহসিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে টঙ্গী পূর্ব থানা বিএনপি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান বেপারী স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়।
নোটিশে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে আগামী তিন কর্ম দিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ার্ড বিএনপি নেতাদের দাবি, ৫ আগস্ট থেকে দলীয় নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্ত বিএনপি নেতা গাজী মহসিন নানা অপরাধমূলক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ফুটপাতে অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজি, অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদা উত্তোলন, বিভিন্ন কারখানায় চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি থানা বিএনপি নেতাদের নির্দেশনা উপেক্ষা করে দলবল নিয়ে একটি পোশাক কারখানার বর্জিত মালামাল ডেলিভারিতে বাঁধা দেন তিনি। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ প্রশাসনকে জানালে বিষয়টি থানা পর্যায়ে নেতাদের নজরে আসে।
এ বিষয়ে গাজী মহসিন বলেন, ‘কেন বা কি কারণে আমাকে নোটিশ করা হয়েছে, তা আমি জানি না।আমার এলাকায় অন্য লোকজন একটি কারখানার সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, ষড়যন্ত্রমূলকভাবে সেখানে আমার নামটা জড়ানো হয়েছে।’
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, ‘কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব বিবেচনায় পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে।’
কেকে/ এমএ