বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে ৫ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদরের কাছারী মাঠ বটতলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় সভায় সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সভাপতি আনসার আলী মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক ছাত্র ও যুবনেতা শামসুজ্জামান হাসু, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসাব্বের আলী মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচএম বাবুল, শ্রমিক দলের আহ্বায়ক সাইফুর রহমান, কৃষক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা বক্তব্য দেন।
কেকে/এমএ