গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘পরিবেশ বাঁচাতে সবুজায়ন’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়েছে রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (আরসিবি)-এর সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি।
বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিক সংগঠন আরসিবির উদ্যোগে উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির সমাপনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
আরসিবির প্রধান পৃষ্ঠপোষক, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও বৃহত্তর রংপুর ছাত্র ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ এবং বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব খোকন।
আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, আরসিবির উপদেষ্টা হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব নয়ন, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য আরিফুল ইসলাম, আব্দুর রহিম, সুরুজ মিয়া, নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম সাদ্দাম প্রমুখ।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষায় নয় বরং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানবজীবনের সুরক্ষায়ও অপরিহার্য। তাই ব্যক্তি ও সমাজের প্রতিটি স্তরে বৃক্ষরোপণকে আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে।
কেকে/ আরআই