বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় শুরু হয়ে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়। এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া ৫ ও ৬ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের ছেলে শেরপুর উপজেলা ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. পিয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মাসুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন সেবা নার্সিং হোমের স্বত্তাধিকারী ডা. মো. শাহ আলী।
কেকে/ এমএস