সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
গাকৃবিতে কোর্স ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ এএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অনুষ্ঠিত হলো অ্যাক্রেডিটেশন স্বীকৃতির জন্য “কোর্স ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনা বিষয়ক  প্রশিক্ষণ” যা দেশের উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষাক্রম ও শিক্ষা কার্যক্রমকে জাতীয় এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সংস্থাগুলোর মানদণ্ড অনুযায়ী সুশৃঙ্খলভাবে নথিভুক্ত ও দালিলিকভাবে প্রমাণযোগ্য করে তোলা।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। অ্যাক্রেডিটেশন পেতে সহায়ক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন গাকৃবির উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালক এবং গাকৃবির অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য প্রফেসর ড. শেখ শামীম হাসান। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের অটাম ২০২৪ এবং সামার ২০২৫ টার্মের কোর্স ইন্সট্রাক্টরবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষক ড. আইভী অ্যাক্রেডিটেশন এর পরিচিতি এবং প্রক্রিয়া বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। পরে উপাচার্য ড. রহমান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্দেশিকার উপর একটি প্রাণবন্ত সারসংক্ষেপ তুলে ধরেন। উপাচার্যের আলোচনায় অ্যাক্রেডিটেশন পেতে সহায়ক ‘কোর্স ডকুমেন্টেশন’ বিষয়টি অধিকতর গুরুত্ব পাওয়ার পাশাপাশি স্বচ্ছতা, সুশাসন ও তথ্যভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণে করণীয় এবং বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের অনবদ্য সাফল্যগাঁথা তুলে ধরা হয়। আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে কোর্স ডকুমেন্ট ফাইল তুলে দেন উপাচার্য। 

পরে অন্যান্য স্পিকারগণ প্রশিক্ষণে স্ব-স্ব অংশে অ্যাক্রেডিটেশনের কোর্স ডকুমেন্টেশন বিষয়ক শিক্ষার পরিকল্পনা, কাঠামো, পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া ও শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্যাদি এবং ফাইল কমপ্লায়েন্স বিষয়ক সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টেশন, তথ্য যথাযথভাবে সংরক্ষণ, প্রক্রিয়াকরণসহ প্রোগ্রাম লার্নিং আউটকামস (পিএলও) কোর্স লার্নিং আউটকামস (সিএলও) অর্জন ও ভবিষ্যতের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, প্রশিক্ষণে স্পিকারবৃন্দের আলোচনার শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close