আকস্মিক সফরে নরসিংদীতে দুটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইন বিষয়ক ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
রবিবার (৩১ আগষ্ট) বেলা এগারোটায় মনোহরদী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং দুপুর বারোটায় শিবপুর উপজেলার শাষপুরে অবস্থিত নরসিংদী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বিএমইটির মহাপরিচালক ডক্টর সালেহ আহমেদ মোজাফফর, নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সাজ্জাদ হোসেন ভূঞা, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মোহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন প্রমুখ।
এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নরসিংদীর দুটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। পরে ঢাকা যাওয়ার পথে মাধবদী থানার পাঁচদোনা এলাকায় ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি পরিদর্শন করেন তিনি।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মোহাইমিন আল জিহান জানান, এই আকস্মিক পরিদর্শনের উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের গুণগতমান মূল্যায়ন। তবে ড. আসিফ নজরুল সাংবাদিকদের কোনো ধরনের মন্তব্য দিতে রাজি হননি। তিনি সকাল এগারোটায় আসেন দ্রুততার সাথে পরিদর্শন শেষ করে চলে যান।
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সাজ্জাদ হোসেন ভূঞা জানান, হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও এটি আমাদের কাজের গুণগতমান উন্নয়নে উৎসাহ জোগাবে।
স্থানীয় মহলে এই পরিদর্শনকে কেন্দ্র করে নানা আলোচনা ও কৌতুহল দেখা গেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি ও বক্তব্য দেওয়া হয়নি।
কেকে/ আরআই