সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রাম থেকে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বৃদ্ধের নাম আব্দুস সামাদ। এর আগে বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয় শিশুটি।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ধর্ষণের শিকার শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আব্দুস সামাদ শিশুটিকে ধরে নিয়ে একটি সেচ পাম্পের ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে বৃদ্ধ তাকে ছেড়ে দেয়। পরে বাড়ি ফিরে শিশুটি স্বজনদের জানালে তার মা বাদী হয়ে শুক্রবার বিকেলে থানায় মামলা দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আব্দুস সামাদকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কেকে/ আরআই