ভিপি নুর সহ দলের নেতাকর্মীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদ ও সাধারণ ছাত্র জনতা।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এ অবরোধে কেরানীগঞ্জ ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদ নেতারা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, শওকত মোল্লা, শ্রমিক নেতা সোহেল, কেন্দ্রীয় সদস্য তাহসান খান শান্ত, জান্নাত মুমুসহ অনেকে।
এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম বলেন, সেনাবাহিনীর বর্বর হামলা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের প্রতি নগ্ন আঘাত। আমরা এই হামলার জোর প্রতিবাদ জানাই এবং দ্রুত সময়ের মধ্যে বিচার চাই।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, এই নতুন বাংলার প্রেক্ষাপটে এসে এমন হামলা মেনে নেওয়া যায় না। আমরা দেশবাসীর কাছে প্রশ্ন রাখছি এই অন্যায় ও বর্বরতা আর কতদিন চলবে?
যুব অধিকার পরিষদ জেলা দক্ষিণ সভাপতি হিমেল বলেন, ভিপি নূরের ওপর হামলা মানে গণমানুষের কণ্ঠরোধের চেষ্টা।
কেকে/ আরআই