নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ভূমি অফিসে হয়রানির প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী, তহসিলদার ও সহোদরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে ভুক্তোভোগী জয়াগ মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক ও কৃষিবিদ মাইনুদ্দিন।
বুধবার সকালে উপজেলার সোনাইমুড়ী বাজারের রাজমহল রেস্তোরায় সংবাদ সম্মেলনটি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাইনুদ্দিন জানান, তিনি পৌর এলাকার কাঁঠালি গ্রামের মৃত শামসুল হকের পুত্র। তার সহোদর মাসুদুল হক অন্য ব্যক্তিকে দাতা সাজিয়ে সোনাইমুড়ী সাব রেজিস্ট্রি অফিসে ৭১৮৭ নং দলিল সৃজন করে। উক্ত জাল দলিল দিয়ে সোনাইমুড়ী উপজেলা ভূমি অফিসে নিজ নামে নামজারি করেন। এ নিয়ে তিনি নোয়াখালীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে সি আর মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৮৬। এ মামলায় সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, ভুক্তভোগীর সহোদর মাসুদুল হকসহ ৯ জনকে বিবাদী করেন। মামলাটি বর্তমানে নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানান, সোনাইমুড়ীতে জ্বাল জালিয়াতি চক্রের সদস্যরা জাল দলিল সৃজন করে জমা খারিজ করেছে। উপজেলা ভূমি অফিসসহ ১০ টি তহসিল অফিসে ব্যাপক হারে ঘুষ বাণিজ্য চলছে। এতে এই অঞ্চলের জনসাধারণ চরমভাবে ভোগান্তিতে পড়েছে। তিনি সংবাদ সম্মেলনে জনসাধারণের হয়রানি ও ঘুষ বাণিজ্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানান।
কেকে/ আরআই