শ্রীপুরে গাজীপুর উচ্চবিদ্যালয়ে মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহম্মেদ এর স্মরণসভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আ. মোতালেব এবং সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ।
গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং এড মামুনুর রশিদ ও মোতাহার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান এস. এম. মাহফুল হাসান হান্নান, হাজী ছোট কালিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মো. নুরুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক মনি, বিএনপির যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহম্মেদ এর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
কেকে/ আরআই