অতিরিক্ত করারোপ না করে ও রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা এগারোটায় নগর ভবনের অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৫৪৪ কোটি ২৯ লক্ষ ৩ হাজার ৭৯৬ টাকা। এবারের বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার টাকা। বছর শেষে ৯৬ কোটি ৪০ লাখ টাকা উদ্বৃত্ত থাকবে বলে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ।
বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পাঁচ, দশ ও বিশ বছর সময়সীমাকে বিবেচনা করে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ, পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত এবং দারিদ্র্যমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন মেয়াদী নগর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিকগণ, পেশাজীবি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেকে/এআর