সম্প্রতি গাইবান্ধার সাঘাটায় একাধিক কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই ঘটনাগুলো কবরস্থানের নিরাপত্তা এবং সামাজিক অবক্ষয় নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
রোববার (২৪ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে রাতের আঁধারে তিনটি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি হয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ধারণা, গত কয়েকদিনের বৃষ্টির সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটিয়েছে। এই ক্রমবর্ধমান ঘটনায় মৃত ব্যক্তির স্বজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। তারা তাদের প্রিয়জনদের শেষ স্মৃতিচিহ্নটুকু রক্ষা করতে পারছেন না। এলাকাবাসী কবরস্থানগুলোর নিরাপত্তা জোরদার এবং এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত চক্রগুলোকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী ১৯টি কঙ্কাল চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশা আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নেতৃবৃন্দসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ২০ থেকে ২২ টি কবর খোড়া দেখা যায়। নজরদারি অব্যাহত আছে, কি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কেকে/ এমএস