শেরপুর জেলায় টানা পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা।
রোববার (২৪ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন।
চলতি বছরের জুলাই মাসের কর্মসম্পাদন মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় আরো পুরস্কৃত হন নালিতাবাড়ী থানার এসআই নুরুল আমিন (শ্রেষ্ঠ এসআই) এবং এএসআই মো. উমর ফারুক (শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী কর্মকর্তা)।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, টানা ৫ম বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের বিষয়। এ অর্জন সম্ভব হয়েছে পুলিশ সুপার মহোদয়সহ সব সিনিয়র কর্মকর্তার দিকনির্দেশনা ও নালিতাবাড়ী থানার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণে। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখায় সোহেল রানা বারবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি অর্জন করে আসছেন।
কেকে/এএস