শেরপুরের নালিতাবাড়ীতে নাজমুল হক তারই সহযোগী তুলা মিয়াকে (৩৮) বাড়িতে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।
রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার গেরাপঁচা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তুলা মিয়া পার্শ্বর্তী ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত তুলা মিয়া ও হত্যায় অভিযুক্ত নাজমুল হক একসঙ্গে চলাফেলা করত। তারা চুরির সঙ্গে সম্পৃক্ত ছিল। রোববার রাতে নাজমুল তুলা মিয়াকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। খাওয়া-দাওয়া শেষে নাজমুল দা দিয়ে তুলা মিয়াকে কোপাতে থাকলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে।
একপর্যায়ে পাশের বাড়ির পথে ধান ক্ষেতের আইলে পা পিছলে পড়ে গেলে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দেখে ফেলায় তারা তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে অভিযুক্তকে গ্রেফতার করতে রাতভর অভিযান চালায় পুলিশ। সোমবার ভোররাতে নাজমুলের সঙ্গে থাকা এক নারীকে পাশের সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে নাজমুল পালিয়ে যায়।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও অর্থনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িত নাজমুল হককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/এএস