কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর মাঠে অনুষ্ঠিত এ.এফ.এম. আব্দুল মোমেন সাহেব স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় হায়দরনগর বাঞ্ছারামপুকে ট্রাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতল গৌরিপুর দাউদকান্দি।
শনিবার (২৩ আগস্ট) বিকালে আমেনা আলীম ষ্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুর আগেই হাজারো দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ষ্টেডিয়াম।
রোমাঞ্চকর এ খেলায় মুখোমুখি হয় গৌরিপুর দাউদকান্দি বনাম হায়দরনগর বাঞ্ছারামপুর। নির্ধারিত সময়ে গোল সমান থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে জয় লাভ করে দাউদকান্দির গৌরিপুর দল। ফলে বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর দলকে পরাজয় স্বীকার করে মাঠ ছাড়তে হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ)। প্রধান মেহমান ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সভাপতি, বিএনপি হোমনা উপজেলা। প্রধান বক্তা ছিলেন মো. মোজাম্মেল হক (ভি.পি মুকুল), সাধারণ সম্পাদক, বিএনপি হোমনা উপজেলা।
খেলায় প্রধান আকর্ষণ ছিলেন মো. জাকির হাসান জাকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিএনপি হোমনা উপজেলা শাখা এবং এডভোকেট রফিক সিকদার, বিএনপি নির্বাহী কমিটির সদস্য।এছাড়া টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন সামসুন নাহার, সহধর্মিনী মরহুম এ.এফ.এম. আব্দুল মোমেন। পৃষ্ঠপোষক ছিলেন মইনুল মোমেন (ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন), তারিকুল ইসলাম (চেয়ারম্যান, হেরিটেজ ট্রাভেলস লিমিটেড), মাহমুদা মোমেন (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ট্রাস্ট ব্যাংক), ডা. নুসরাত মোমেন (এসপিও, স্বাস্থ্য মন্ত্রণালয়), ড. সোহরাব হোসাইন (প্রফেসর, বুয়েট) ও ড. আল-নকীব চৌধুরী (প্রফেসর, বুয়েট)।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. তাইফুর রহমান (সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ হাসপাতাল, ঢাকা) ও ডা. ফাতেমা সাইদ (সহকারী প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজ)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সারজেক আলম সরকার আল আমিন সরকার (প্রধান), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, বাঞ্ছারামপুর উপজেলা শাখা। খেলাটি দেখতে এলাকার সর্বস্তরের মানুষ ভিড় জমায় এবং উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়।
কেকে/ এমএস