হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আওতাধীন নবীগঞ্জ উপজেলায় এক দিনমজুর গ্রাহকের নামে আগস্ট মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার ৯৫ টাকার ভুতুড়ে বিল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। বিড়ম্বনার শিকার হয়েছেন দিনমজুর।
পল্লী বিদ্যুৎ অফিস বলছে তাদের কম্পিউটার ব্যবহারের ভুলে এমন কাণ্ড হয়েছে। বিল প্রস্তুতকারীকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।
ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে দিশেহারা হয়ে পড়েন উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের কাজী ছাওধন মিয়া। তিনি বলেন, আমার ঘরে একটি বাতি ও একটি ফ্যানের বেশি ব্যবহার করি না। এজন্য প্রতি মাসে তার নামে বিদ্যুৎ বিল ২০০-৩০০ টাকার বেশি হয় না।
চলতি আগস্ট তার বিল হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৫ টাকা, বিলম্ব ফি ধরা হয়েছে ৭ হাজার ৫শ ৯৫ টাকা। তার ব্যবহৃত মোট ইউনিট ধরা হয়েছে ১০ হাজার ৮৫ মেগাওয়াট। আমি এই বিল দেখে অবাক হয়ে যাই। আমাদের এলাকায় মেম্বার-চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দুই দিন অফিসে গিয়েছি তারা বলছেন এটা ঠিক করে দেবেন।
নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের বিল প্রস্তুতকারী ক্ষমা সূত্রধর বলেন, আমি ইচ্ছে করে এমন কাজ করিনি, কম্পিউটারের ভুল করার জন্য এমনটা হয়েছে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আসাদুজ্জামান বলেন, গরমের সময় বিদ্যুতের বিল একটু বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ ব্যবহার হয় বেশি। কাজী ছাওধন মিয়ার বিল অতিরিক্ত বেশি উঠেছে কম্পিউটারের ভুলের কারণে।
আমরা বিল প্রস্তুতকারী ক্ষমা সূত্রধরকে নোটিশ করেছি, তিনি ভুল স্বীকার করেছেন, একই সঙ্গে কাজী ছাওধন মিয়ার বিল সংশোধন করে দেওয়া হয়েছে।