ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত পাটগ্রামের সেই তিন নির্মাণ শ্রমিকের পরিবারকে পাটগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) পাটগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ নিহত তিন শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেন।
প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট পঁচাত্তর হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। নিহত ব্যক্তির দুইজন জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর ও একই ইউনিয়নের ইসলাম নগর এলাকার একজন। অপরজন হলেন বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার বাসিন্দা।
উল্লেখ্য যে, গত শনিবার (১৬ আগস্ট) রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডে পানির ট্যাংকির ভেতরের বাঁশের খুঁটি ও কাঠ খোলার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায় পাটগ্রামের তিন নির্মাণ শ্রমিক। মৃত শ্রমিকেরা হলেন পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার রফিকুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (৪০), একই ইউনিয়নের ইসলাম নগর এলাকার তবারক হোসেনের পুত্র মো. রাবিব (১৭), বাউড়া ইউনিয়নের জমগ্রাম এলাকার মৃত তৈবুর রহমানের ছেলে লিটন (৩৫)।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা প্রদান করেন। তিনি বলেন, এ ধরণের অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্যোগে উপজেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে।
কেকে/এএস