চাঁপাইনবাবগঞ্জের নাচোলে‘অভায়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।
উপজলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েসের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।
কেকে/এএস