সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এর আগে, শনিবার রাতে আশুলিয়ার জামগড়া ও ভাদাইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা কাওসার আহমেদ। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম নওয়াপাড়া এলাকার সাকিম আলী শেখের ছেলে এবং আশুলিয়ার থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন (৩৬)। তিনি আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া আমতলা এলাকার নুর মুহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আশুলিয়ার জামগড়া সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে কাওসার আহম্মেদ নামে ঢাকা মহানগরের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয় এবং পরে আশুলিয়ার ভাদাইল আমতলা এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, গ্রেফতার দুইজনকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস